২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ১৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থের অবস্থা ও চাপ’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২২। ঘনত্বের ক্ষেত্রে বলা যায়-
i) পদার্থের একটি সাধারণ ধর্ম
ii) বস্তুর উপাদানের ওপর নির্ভরশীল
iii) বস্তুর তাপমাত্রার ওপর নির্ভরশীল নয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii, iii
২৩। মৃত সাগর সাধারণত-
i) লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকে বেশি পরিমাণে
ii) পানির ঘনত্ব খুব বেশি
iii) মানুষ ডুবে যায় না
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii, iii
২৪। ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা-
i) ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যাবে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে
ii) ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে বায়ুমণ্ডল থেকে জলীয়বাষ্প অপসারিত হচ্ছে
iii) খুব কমে যায় বুঝতে হবে চার দিকে বায়ুমণ্ডলের চাপ সহসা বেড়ে গেছে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii, iii
২৫। তরলের অভ্যন্তরে চাপ বাড়ে যখন-
i) গভীরতা বাড়ে
ii) আয়তন বাড়ে
iii) ঘনত্ব বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i
২৬। স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুর-
i) গভীরতার ব্যস্তানুপাতিক
ii) গভীরতার সমানুপাতিক
iii) ঘনত্বের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i, ii গ) ii, iii ঘ) i, iii
২৭। নৌযান দুর্ঘটনার কারণ-
i) নৌযানের ত্রুটিপূর্ণ নকশা
ii) নৌযানের ভরকেন্দ্র পরিবর্তিত হওয়া
iii) স্রোতবহুল নদী
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii, iii
২৮। চাপের একক-
i) Nm-2 ii) Pa iii) N
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i, ii ঘ) ii, iii
২৯। ঘনত্বের একক কোনটি?
i) kgm-2 ii) kgm-3 iii) Nm-2
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii, iii
উত্তর: ২২.ক, ২৩.ঘ, ২৪.ক, ২৫. খ, ২৬.গ, ২৭.ক, ২৮.গ, ২৯.খ।